কলারোয়ায় মুজিববর্ষ উদযাপনে ক্ষণগণনার সূচনা
কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ক্ষণগণনা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী আয়োজিত কর্মসূচীতে বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বিশেষ করে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
দুপুর আড়াইটায় কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, কলারোয়া থানা, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা প্রশাসনের এক বর্ণাঢ্য মুজিব র্যালি পৌর শহর প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা পরিষদ চত্বরে নির্মিত অনুষ্ঠানস্থলে শুদ্ধস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। একই মঞ্চে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থাপন করা হয় বিজয় ফুলের প্রদর্শনী। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ক্ষণগণনার উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। এরপর অনুষ্ঠিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা সভা। আলোচনা সভার সমাপ্তির পর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্ষণগণনা উপলক্ষে কলারোয়া পৌর শহরে স্থাপন করা হয় সুদৃশ্য ‘মুজিব তোরণ’।
এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ক্ষণগণনার উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়েছে বলে জানা গেছে। উপজেলা প্রশাসনের সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রাজিব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, অধ্যাপক এমএ ফারুক, কলারোয়া পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সকল শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ।