শীত আর বৃষ্টিতে কাঁপবে দেশ; খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে
দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে আজ। তাপমাত্রা খানিকটা বাড়লেও শীতের তীব্রতা কমছে না। এছাড়া দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ আরো শক্তিশালী হয়ে মাঝারি রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ১৫ জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এরপর আবারো শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
বুধবার সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা তেতুঁলিয়ায় ৬.৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা আগের দিনের চেয়ে বেশি। ঢাকায় এদিন তাপমাত্রা বেড়ে ১২.২ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছেছে। টেকনাফে দেশের সর্বোচ্চ ২৭.৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।