ধর্ষকের মৃত্যুদণ্ড চাইলেন ঢাবি ভিসি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কুর্মিটোলায় ছাত্রী ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানিয়েছেন।
বুধবার অপরাজেয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
ভিসি বলেন, এই ঘটনায় যেভাবে এগিয়ে এসেছেন সেভাবে সমাজের সব অন্যায় অবিচারের ঘটনায় এগিয়ে আসবেন এই আশা করি।
অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, একটি বিষয় আমাদের বলা খুবই প্রয়োজন, সেটি হলো, আমরা জানি না ধর্ষণ এবং এই ধরনের পাশবিক নির্যাতনের সাজা কী হয়। আইনি কতগুলো কাঠামো-পরিকাঠামো আছে। কিন্তু আমাদের দাবি, আইনি কাঠামোর মধ্যে যদি কোথাও ঘাটতিও থাকে, সে ক্ষেত্রে আমরা সরকারের সংশ্লিষ্টদেরকে অনুরোধ করব যে, আপনারা উদ্যোগ নেন। এই ধরনের পাশবিকতা যখন সমাজে সংঘটিত হয়, তার জন্য সর্বোচ্চ শাস্তি যেটি আছে সেটির মনে হয় প্রবিধান রাখা খুবই জরুরি হয়ে পড়েছে সমাজের জন্য।
মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক প্রোক্টর ড. আমজাদ আলী, ইতিহাস বিভাগের অধ্যাপক হুমায়ুন কবির, ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক শরিফুল্লাহ ভূইয়া, গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, কুয়েতমৈত্রী হলের প্রভোস্ট অধ্যাপক মাহবুবা নাসরিন প্রমুখ।