অস্ট্রেলিয়ায় পুড়ছে মাইলের পর মাইল বনাঞ্চল
অস্ট্রেলিয়ায় মাইলের পর মাইল বনাঞ্চল পুড়ছে। আগুন এতটাই দানবীয় রূপ ধারন করেছে, সুদূর সুইজারল্যান্ড থেকেও দেখা যাচ্ছে ধোঁয়া। এ দাবানল সহসাই বন্ধ হচ্ছে না, আরো কয়েকমাস পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।
অস্ট্রেলিয়ায় চলমান তীব্র দাবানলে উদ্ধার কাজের জন্য একটি নতুন সংস্থা তৈরির ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। দাবানল দেশটির জাতীয় সংকটে রূপ নিয়েছে। গতবছরের সেপ্টেম্বর থেকেই জ্বলছে দেশটির শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের বিস্তীর্ণ এলাকা। এ নিয়ে দেশটির মানুষের পাশাপাশি চিন্তিত বিশ্বের বিভিন্ন প্রান্তের পরিবেশবিদরাও। খবর বিবিসি’র।
রোববার হালকা বৃষ্টির পরও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে দাবানলের শঙ্কা এখনো কাটেনি। তবে তাপমাত্রা কিছুটা কমেছে। শনিবার বহু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। রোববার ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল তাপমাত্রা।
আরো পড়ুন: মানুষ দেখলেই জড়িয়ে ধরছে দাবানলে আহত প্রাণীরা
অস্ট্রেলিয়ায় শুরু হওয়া দাবানলে এই পর্যন্ত ২৪ জন মারা গেছেন। এছাড়াও এই দাবানলে পুড়ে গেছে এক কোটি ত্রিশ লাখ একর জমি। উদ্ধার হওয়াদের থেকে জানা গেছে এই দাবানলের ভয়াবহতা। শনিবার রাতে উদ্ধার হওয়া ৭০ বছর বয়সী জন স্টিলে বলেন, ধোঁয়ায় কিছুই দেখা যাচ্ছিলনা এবং বাতাসে অনেক ছাই ছিল।
সিডনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদরা বলছেন, দাবানলে সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ৪৮০ মিলিয়ন স্তন্যপায়ী প্রাণী, পাখি এবং সরীসৃপ নিখোঁজ হয়ে গেছে। এই সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
অস্ট্রেলিয়ার এবারের দাবানলের উদ্ধারকাজ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। উদ্ধার কাজে নানা ধরণের অসঙ্গতির কথা তুলে ধরছেন সমালোচকরা।