আশাশুনিতে মহিলা ভাইস চেয়ারম্যানের কম্বল বিতরণ
আশাশুনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি অসহায় দুস্থ পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন।
সম্প্রতি বৃষ্টি, ঠান্ডা বাতাস ও প্রচন্ড শীতে আশাশুনি উপজেলাবাসীর মধ্যে বিরাট একটি অংশ কাবু হয়ে পড়েছে। এসব মানুষ দরিদ্র সীমার নীচে ও গরম কাপড় ক্রয়ে অক্ষম শ্রেণির অন্তুর্ভূক্ত। শীতে জর্জরিত মানুষের শীত নিবারণের জন্য এ পর্যন্ত সরকারি ভাবে, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও ইউপি চেয়ারম্যানবৃন্দের মাধ্যমে কিছু কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই নগন্য। আশাশুনির সাংবাদিকদের কেউ কেউ ব্যক্তি পর্যায়ে কিছু কম্বল বিতরণ করেছেন। বেসরকারি ভাবে কোন এনজিও বা ব্যক্তি পর্যায়ে তেমন উল্লেখযোগ্য কোন বস্ত্রবিতরণের খবর জানা যায়নি। ফলে উপজেলার দরিদ্র অসহায় মানুষ এবং বিশেষ করে শ্রমজীবি মানুষ, বৃদ্ধ, শিশুরা হিমেল বাতাস ও প্রচন্ড ঠান্ডায় হিমশিম খাচ্ছে। এদের পাশে দাঁড়াতে সীমিত ক্ষমতা নিয়ে এগিয়ে এসেছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। তিনি শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় শীতার্তদের মাঝে ৩০ পিচ কম্বল বিতরণ করেন। এ সময় ইউপি সদস্য আলতাফ হোসেন, মনিরুল ইসলাম, আবু তালেব, মর্জিনা খাতুন, হোসনেয়ারা খাতুন প্রমুখ তার সাথে ছিলেন।