বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব শুরু শুক্রবার
‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’ শুরু হতে যাচ্ছে শুক্রবার (৩ জানুয়ারি)। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ২১ দিনব্যাপী এই উৎসব বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।
বুধবার (১ জানুয়ারি) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
উৎসবে যা থাকছে
এবারের উৎসবে প্রতিদিন তিন জেলা, তিন উপজেলা, জাতীয়পর্যায়ের শিল্পী ও সংগঠনের পরিবেশনা থাকবে। একাডেমি প্রাঙ্গণে প্রতিদিন রাত ৮টা থেকে একটি লোকনাট্য পরিবেশিত হবে। উৎসবে ঐতিহ্যবাহী লোকজ খেলা, পালা, একক সংগীত, সমবেত সংগীত, যন্ত্রসংগীত, বাউলসংগীত, ঐতিহ্যবাহী লোকনাট্য, যাত্রা, সমবেত নৃত্য, অ্যাক্রোবেটিক, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনা, পুতুল নাট্য, একক আবৃত্তি, শিশুদের পরিবেশনা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক সংগীত ও নৃত্য, নাটকের কোরিওগ্রাফি, বৃন্দ আবৃত্তি, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পরিবেশনা, আঞ্চলিক ও জেলা ব্র্যান্ডিংবিষয়ক সংগীত ও নৃত্য এবং জেলার ঐতিহ্যবাহী ভিডিও চিত্রপ্রদর্শনী হবে।