দেড় বছর পর দলে ফিরলেন ম্যাথিউজ
আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল গড়তে চাইছে শ্রীলংকা। সে ধারায় দলে ডাক পেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। আসন্ন ভারত সফর উপলক্ষে ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিনি। দীর্ঘ দেড় বছর পর লংকা দলে ফিরেছেন এই অলরাউন্ডার।
এর আগে ২০১৮ সালের আগস্টে লংকানদের হয়ে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ম্যাথিউজ। দিনের হিসেবে ৫০৯ দিন পর শ্রীলংকা টি-টোয়েন্টি দলে ফিরছেন তিনি। মূলত ভারত সফরে অভিজ্ঞদের নিয়ে দল সাজাতে চেয়েছে লংকান নির্বাচকরা। দলের আরেক নিয়মিত মুখ নুয়ান প্রদীপ ইনজুরির কারণে খেলতে পারবেন না। তার জায়গায় নেয়া হয়েছে কাসুন রাজিথাকে।
সবশেষ দুই সিরিজে শ্রীলংকার অভিজ্ঞতা অনেকটাই বিপরীতমুখী। পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার পরে সবশেষ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হয়েছে তারা।
শ্রীলংকার টি-টোয়েন্টি স্কোয়াড:
লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), দানুস্কা গুনাথিলাকা, আভিষ্কা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, কুশাল জানিথ পেরেরা, নিরোশান ডিকভেলা, ধনঞ্জয়া ডি সিলভা, ইসুরু উদানা, ভানুকা রাজাপাকসে, অসাদা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, কুশাল মেন্ডিস ও লাকসান সান্দাকান।