জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের ডিজিটাল হাজিরা’র আনুষ্ঠানিক উদ্বোধন
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের ডিজিটাল হাজিরা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ অফিসে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ ডিজিটাল হাজিরা’র উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, গোলাম মোস্তফা মুকুল, জেলা পরিষদের হিসাব রক্ষক আবু হোরায়রা, অফিস সহকারি নাজমুল হোসেন, রাকেশ মল্লিক, শফিকুল হক, সিএ শাহানা পারভীনসহ জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সাতক্ষীরা জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা ডিজিটাল হাজিরা’র উদ্বোধনে তাদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
Please follow and like us: