অভিনয়ের বাহিরেও ‘অন্যভাবে’ আয় করেন এই নায়িকারা
ভারতের চলচ্চিত্রের একটা বড় জায়গা দখল করে আছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। এখানকার অনেক চলচ্চিত্রের কাহিনী নিয়ে তৈরি হয় ভারতের অন্য ইন্ডাস্ট্রির ছবি। শুধু তাই নয় অ্যাকশনের দিক দিয়ে অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে এগিয়ে দক্ষিনের এই ইন্ডাস্ট্রি।
দক্ষিণী ছবির নায়িকারাও যেন নিজেদের রূপের গুণে মুগ্ধ করে রেখেছেন তাদের ভক্তদের। তারা শুধু অভিনয়ের মধ্যে নিজেদের সীমাবন্ধ রাখেন না। এর বাইরেও অন্যভাবে আয় করেন তারা। তাহলে জেনে নিন তেমনি কয়েকজন নায়িকা সম্পর্কে যাদের অভিনয়ের বাহিরেও অন্য আয়ের উৎস কী রয়েছে-
১. তামান্না ভাটিয়া:
‘বাহুবলী’ সিরিজ তামান্না ভাটিয়ার ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট। অভিনয়ের পাশাপাশি তামান্নার পছন্দের জায়গা তার নিজস্ব গহনার বুটিক। ২০১৫ সালে ‘হোয়াইট অ্যান্ড গোল্ড’ নামে নিজের জুয়েলারি ব্র্যান্ড খুলেছেন তিনি।
২. তাপসী পান্নু:
দক্ষিণী ছবির পাশাপাশি ‘পিঙ্ক’ খ্যাত অভিনেত্রীর খ্যাতি এখন ছড়িয়ে পড়েছে বলিউডেও। অভিনয়ের পাশাপাশি ‘দি ওয়েডিং ফ্যাক্টরি’ নামে নিজের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা খুলেছেন তাপসী। বোন সাগুন পান্নু এবং বান্ধবী ফারাহ প্রবেশের সঙ্গে এখন ব্যবসাটাও মন দিয়ে করছেন অভিনেত্রী।
৩. কাজল আগরওয়াল:
দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রীদের একজন কাজল। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও তামিল ও তেলুগু ছবিতে নিজের আসন পাকা করে ফেলেছেন তিনি। দক্ষিণের প্রথম সারির এই অভিনেত্রী ইতোমধ্যেই ঝুলিতে পুরেছেন চারটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। দক্ষিণী ছবি ছাড়াও বলিউডেও বেশ জনপ্রিয় কাজল। অভিনয়ের পাশাপাশি ব্যবসাটাও তিনি করেন মন দিয়েই। ‘মার্সালা’ নামে তার গহনার বুটিক রয়েছে।
৪. রাকুল প্রীত সিংহ:
তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাকুল। তামিল, হিন্দি ও কন্নড় ছবিও করেছেন চুটিয়ে। রাকুল বরাবরই স্বাস্থ্য সচেতন। তার ফিটনেস ওয়ার্কআউটের ছবিও নিরন্তর পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ‘এফ-৪৫’ নামে নিজের একটি জিমের ব্যবসা রয়েছে তার।
৫. শ্রীয়া সরন:
দক্ষিণের এই প্রথম সারির অভিনেত্রীর হিন্দি ছবিতে অভিনয় করেছেন। ‘দ্য আদার এন্ড অব লাইফ’ নামে একটি মার্কিন সিনেমাতেও মূল চরিত্রে ছিলেন শ্রীয়া। অবসরে নিজের স্পা-য়ে লোকজনকে বিউটি টিপস দিতেই বেশি পছন্দ করেন অভিনেত্রী। ২০১১ সালে স্পা-টি খুলেছেন তিনি।