সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট
সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপপ্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর জেলা পর্যায়ের সমাপনী ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস সাতক্ষীরা’র আয়োজনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘মহান বিজয়ের মাসে বাঙালী জাতির প্রিয় মানুষ বঙ্গবন্ধু ও বঙ্গমাতার স্মরণে ফুটবল টুর্নামেন্ট একটি ভাল উদ্যোগ। খেলায় হারজিত আছে। সেটা মাথায় রেখে উভয় দলই ভাল খেলা উপহার দিয়েছে। সর্ব গুণে সাতক্ষীরা একটি অহংকার করার মতো জেলা। ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ব্যাপক পরিসরে উদ্যাপনের আহবান জানান এমপি রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়েব হাসান বাবু, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা’র ক্লিন ইমেজের যুব নেতা মীর মহিতুল আলম মহি, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফিউল ইসলাম সফি, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, ইদ্রিস বাবু, কাজী কামরুজ্জামান, আ.ক.ম আক্তারুজ্জামান মুকুল, মীর তাজুল ইসলাম রিপন প্রমুখ। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলায় অংশ নেয় কলারোয়া খোর্দ্দ পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম শ্যামনগর খাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলায় অংশ নেয় দেবহাটা চিনাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম কালিগঞ্জ শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলায় কালিগঞ্জ শ্যীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে দেবহাটা চিনাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং টাইবেকারে কলারোয়া খোর্দ্দ পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে শ্যামনগর খাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার রেফারীর দায়িত্ব পালন করেন মো. আসাদুর রহমান আসাদ, সহকারি রেফারী ছিলেন সাম্মু ও পিন্টু। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা।