বছরের শুরুতেই বৃষ্টি-শৈত্যপ্রবাহের কবলে পড়ছে দেশ
নতুন বছরের শুরুতেই ভয়াবহ শৈত্যপ্রবাহের কবলে পড়তে যাচ্ছে দেশ। আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারির শুরুতেই তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। এছাড়া ২ থেকে ৩ জানুয়ারির মধ্যে আবারো হালকা বৃষ্টি হতে পারে। ফলে তাপমাত্রা কমে ফের শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, রোববার থেকে তিন দিনের শৈত্যপ্রবাহের কথা থাকলেও সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। সঙ্গে বেড়েছে তাপমাত্রাও। শীতের তীব্রতা ২০২০ সালের জানুয়ারির দিকে আরো বাড়তে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রিতেও নামতে পারে। হতে পারে আরেকটা শৈত্যপ্রবাহ।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ২ ডিসেম্বর রাত থেকে বৃষ্টি হতে পারে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে ২ তারিখ রাত থেকে ৩ তারিখ এবং ৪ তারিখও এই বৃষ্টি থাকতে পারে। তিনি জানান, বৃষ্টি কোথাও গুঁড়ি গুঁড়ি হবে; আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে।
২০২০ সালের জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ওই মাসে দেশে ২ থেকে ৩ টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলাসিয়াস) থেকে মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে ২টি তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।