ভাডুখালী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভাড়ুখালী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ২০১৯ এর ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ভাড়ুখালী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মশিউর রহমান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাড়ুখালীর কৃতি সন্তান প্রকৌশলী মো. খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর রিয়াসাদ রাজা, আব্দুল কাদের, মো. লুৎফর রহমান, নুরুল হক, সিরাজুল ইসলাম, ভাড়ুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, প্রভাষক আব্দুল্লাহ সিদ্দিক, ঘোনা ইউপি সদস্য মোতাসসিন বিল্লাহ, ইউপি সদস্য গণেশ, ইউপি সদস্য রাবেয়া পারভীন, ডা. তৌফার, ডা. সন্তোষ প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ভাড়ুখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা হাসান।
Please follow and like us: