কলারোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত
কলারোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ সালের সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ব্রাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদুজ্জামান চান্দু।
এসময় প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, শিক্ষা জাতীর মেরুদ-, আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ ও জাতীর ভবিষ্যৎ। আজকের শিশু শিক্ষার্থীরা লেখা পড়া শেষ করে দেশ ও রাষ্ট্রের কাজে নিজেকে নিয়োজিত রাখবে। অবিভাকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা সন্তানকে ঠিক মতো লেখা পড়ায় আগ্রহী হতে হবে। সে ক্ষেত্রে পিতা মাতাদের সন্তানদের দিকে খেয়াল নিতে হবে। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের পরিচালনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, কলারোয়া প্রেসক্লাবের সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, কলারোয়া রিপোর্টস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া রিপোর্টস ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, ম্যানেজিং কমিটির সহ সভাপতি দিলশাত পারভীন প্রমুখ।
এছাড়া ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলে ডোনারগণ এমএ হাকিম সবুজ, কাজী সাহিদুজ্জামান, কামরুল ইসলাম সাজু, তপন কুমার রায়, আব্দুল আজিজ, বিজন বিশ্বাস, হিমাদ্রী শেখর সিংহ, বিএম কামরুজ্জামান মনি, নীলাচল, শেখ আহসান হাবিব, বেলা, সুকদেব কুমার দত্ত, হারুন অর রশিদ, আব্দুল ওহাব মামুন, বেলা রহমান, আমজাদ হোসেন শাহিন, আসাদুজ্জামান আসাদ, আশফাকুর রহমান শেলী, তাজমুন ইসলাম, সাইদুল ইসলাম সুমন, নাসির উদ্দিন, আলাউদ্দিন, কাজী মশিউল আজম তুহিন, শাহাজান কবীর, জিয়াউর রহমান, সহকারী শিক্ষক অনুপ কুমার, হারুন অর রশিদ, শিক্ষিকা শিরিন সুলতানা, সৈয়দা রিক্তা খানম, মুসলিমা খাতুন, আনোয়ারা খাতুন, নাসরিন সুলতানা, তহমিনা সুলতানা, রাবেয়া বৈরী ও শামিমা নাসরীনসহ সকল অবিভাবক ও ছাত্র/ ছাত্রী বৃন্দ।
স্কুলের সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েই সবাই পাশ করেন। পাশের হার ১০০%। ফল প্রকাশ অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টুডেন্ট এবং বর্ষসেরা শিক্ষক জিয়াউর রহমানকে পুরস্কার এবং স্কুলের ডোনার, শিক্ষক ও অতিথিবৃন্দকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার অনুপ কুমার ঘোষ।