এতিম শিশুদের সাথে কেক কেটে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করে নিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক
বছরের শেষ দিনে সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের শিশুদের সাথে কেক কেটে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করে নিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে জেলা প্রশাসক সরকারি শিশু পরিবারে গিয়ে শিশুদের নিয়ে নতুন বছরের কেক কাটেন।
এ সময় তিনি বলেন, সকলকে সাথে নিয়েই এগিয়ে যেতে হবে। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উন্নত সমৃদ্ধ দেশ গঠনে কাউকেই পিছিয়ে রাখার সুযোগ নেই। আমরা আশা করি নতুন বছর সকলের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে।
এ সময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সাথে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক দেবাশীষ সরদার, সহকারী পরিচালক রোকনুজ্জামানসহ শিশু পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: