কালিগঞ্জ উপজেলায় উন্নয়ন সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলায় উন্নয়ন সমন্বয়, চোরাচালান ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজ্জামেল হক রাসেল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, উপজেলা কৃষি অফিসার রুহুল আমিন, সিনিয়র মৎস্য অফিসার শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খাঁন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, শিক্ষা অফিসার শামছুন্নাহার, বন বিভাগ কর্মকর্তা আওছাফুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী অমল কান্তি রায়, যুব উন্নয়ন অফিসার কামরুল ইসলাম, নলতা চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা পারভীন লাকি, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকার, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, মৌতলা ইউপি চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুল প্রমুখ।
সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ধারা অব্যাহত রাখা সহ মাদক ও চোরাচালানের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ, নিয়মিত তদারকি, বর্ডারে নজরদারী বাড়ানোসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়। মাসিক উন্নয়ন সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড বিষয়সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এসভায় কমিটির ব্যাক্তিবর্গ ছাড়াও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।