কলারোয়া পৌরসভায় পরিদর্শনের আসলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক
কলারোয়া পৌরসভায় পরিদর্শনের আসলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হোসাইন শওকাত। তিনি বেলা ১টার দিকে কলারোয়া পৌরসভায় আসেন। পৌর সভার বিভিন্ন উন্নয়নকল্পের কাজের খোজ খোবর নেন এবং দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি পৌরসভার কর্মকর্তাদের সাথে মিটিং করেন।
পরিশেষে তিনি পৌরসভার সার্বিক উন্নয়নের কার্যক্রম দেখে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলসহ পৌর সভার সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে সন্তোষ্টি প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন-পৌর সচিব তুষার কান্তি দাস, ইঞ্জিনিয়ার ওজিহুর রহমান, বিদ্যুৎ সহকারী প্রকৌশলী সরোয়ার্দ্দী, পৌর কাউন্সিলর ফারহানা হোসেন, লুৎফুন নেছা লুতু, সন্ধ্যা রানী বর্মণ, শেখ জামিল হোসেন, রফিকুল ইসলাম, মেজবাহ উদ্দীন লিলু, আকিমুদ্দিন আকি,আলফাজ উদ্দীন, পৌরসভার ইমরুল হোসেন, তোহিদুর রহমান, নাজমুল হোসেন, ইমরান হোসেন প্রমুখ।