মালদ্বীপে মদ ও বিয়ার সহ বাংলাদেশী আটক
মাফুসি দ্বীপ থেকে বিপুল পরিমাণ মদ ও বিয়ার সহ এক বাংলাদেশীকে আটক করেছে মালদ্বীপ পুলিশ। রবিবার (২৯ ডিসেম্বর) মাফুসি দ্বীপে এক বাংলাদেশীর সন্দেহ ভাজন চলাফেরা দেখে পুলিশের সন্দেহ হয়। এসময় পুলিশ তার দেহ তল্লশী করে তাকে ৭ বোতল ক্যান বিয়ার উদ্ধার করে।
পরবর্তীতে পুলিশ তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তার রুমে আরও মাদক আছে বলে স্বীকার করে।এরপর মালদ্বীপ পুলিশ তার রুমে তল্লাশী করে ক্যান বিয়ার ছাড়াও ৪২ বোতল এ্যালকোহল উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মালদ্বীপের একজন পুলিশের একজন কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তার কাছে জিজ্ঞেসাবাদ করা হবে মাদকের সাথে তার সাথে আর কারা জড়িত আছে।
তিনি আরও বলেন সাম্প্রতিক মালদ্বীপে বিভিন্ন অপরাধে সাথে বাংলাদেশীদের জড়িত থাকার সংখ্যা বেড়েই চলছে। বিশেষ করে আদম ব্যবসা, মাদক পাচার, মানি লন্ডারিং ও নারী পাচার।
এ বিষয়ে মালদ্বীপ সরকার আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান। উল্লেখ্য মালদ্বীপে অ্যালকোহল এবং শুয়োরের মাংস নিষিদ্ধ হওয়ায় জনবহুল দ্বীপগুলিতে ওই সব বিক্রি নিষিদ্ধ।
তবে টুরিস্ট রিসোর্টের জন্য মালদ্বীপে মদ ও শুয়োরের মাংস বিক্রি করা হয়। তবে রিসোর্ট গুলোতে বিক্রি করার সরকারিভাবে পারমিশন আছে এজন্য।