যে কৌশলে ফ্রি-কিকে গোল করেন মেসি
স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার সর্বকালের অন্যতম সেরা আক্রমণত্রয়ী এমএসন—মেসি, সুয়ারেজ আর নেইমার। ত্রিফলা ভেঙে গেলে দুই বছর আগে। তবে তাদের বন্ধন এখনো অটুট। লুইস সুয়ারেজের বিবাহবার্ষিকীতে মিলিত হয়েছিলেন তারা। বৃহস্পতিবার রাতে উরুগুয়েতে দশম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মেসি। সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেয়া রোকুজ্জো ও বড় ছেলে থিয়াগো। অনুষ্ঠানে ছিলেন জর্ডি আলবা, সার্জিও বুসকেটসরাও। কিন্তু আকর্ষণের কেন্দ্রে ছিলেন এমএসএন।
অনুষ্ঠানের এক ফাঁকে মেসি খোলাসা করলেন তার ফ্রি-কিক থেকে গোল করার রহস্য। এখন পর্যন্ত ফ্রি-কিক থেকে ৫২টি গোল করেছেন এই আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। চলতি মৌসুমে ১২টি ফ্রি-কিক থেকে গোল আদায় করে নিয়েছেন ৪টি। এদিন এক সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী এ সুপারস্টার বলেন, শট নেয়ার আগে ভাল করে পর্যবেক্ষণ করি গোলরক্ষককে। কীভাবে সে মানবপ্রাচীর সাজিয়েছে। বল আটকানোর জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করছে। ফ্রি-কিকের সময় দাঁড়িয়ে থাকছে, নাকি এগোচ্ছে— সব কিছু খুঁটিয়ে দেখেই শট নিই।
রেকর্ড ছয়টি ব্যালন ডি’অর জয়ী মেসি যোগ করেন, দিনের পর দিন এভাবে ফ্রি-কিক অনুশীলন করেছি। ধীরে ধীরে উন্নতি করেছি।
Please follow and like us: