জন্মদিনে সেরা উপহার পেলেন সালমান
অবশেষে নিজের জন্মদিনেই সেরা উপহারটার পেলেন বলিউডের ভাইজান সালমান খান। ঠিক যেমনটা চেয়েছিলেন, তেমনই হল সবকিছু। মামা হলেন তিনি। বোন অর্পিতা খান এবং অভিনেতা আয়ুষ শর্মার ঘরে এল কন্যা সন্তান।
শুক্রবার দুপুরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সুখবর শেয়ার করে আয়ুষ লেখেন, আমাদের রাজকন্যা এসেছে। সবাইকে এত ভালবাসা দেয়ার জন্য ধন্যবাদ।
এর আগে জানা গিয়েছিল, অর্পিতা এবং আয়ুষ নাকি সালমানের জন্মদিনকেই দ্বিতীয় সন্তানের জন্মদিন হিসেবে বাছতে চলেছেন। সেই মতো নাকি ডাক্তারের সঙ্গেও চলছিল নিয়মিত প্ল্যানিং।
সেই কথামতোই বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের এক নামি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অর্পিতাকে। অবশেষে শুক্রবার দুপুরে মা হন তিনি।
শুক্রবার ৫৪ বছর পূর্ণ হল সালমান খানের। এই বিশেষ দিনে বোনের সঙ্গে সময় কাটানোর জন্য তার বার্থডে স্পেশাল ফার্ম হাউজ পার্টি প্ল্যানিং-ও বাতিল করেছিলেন ভাইজান। যদিও অর্পিতা এবং আয়ুশের প্রথম সন্তান আহিলের সঙ্গে জন্মদিনের কেক কাটেন তিনি।