ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে তাবু ও ত্রিপল বিতরণ
সাতক্ষীরায় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে আত্মমানবতার সেবায় তাবু ও ত্রিপল বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট’র আয়োজনে শ্যামনগর উপজেলার পদ্দপুকুর ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্তদের মাঝে তাবু ও ত্রিপল বিতরণ করা হয়।
প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে তাবু ও ত্রিপল বিতরণ করেন সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্য শেখ হারুন উর রশিদ, শেখ তহিদুর রহমান ডাবলু ও ইউনিট ইনচার্জ পারভেজ পারু প্রমুখ।
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট’র পক্ষ থেকে নওয়াবেকী ইউনিয়নে ১৩টি তাবু ও ১শ’৬৬টি ত্রিপল এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নে ১৬টি পরিবারের মাঝে ১৬টি তাবু ও ১শ’৬৯টি পরিবারের মাঝে ১শ’৬৯টি ত্রিপল বিতরণ করা হয়। এসময় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের কষ্ট লাঘবে আত্মমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট যুব ইউনিটের ৮ সদস্যের টিম উপস্থিত ছিলেন।