সাতক্ষীরা জেলা মানবতার সেবার উদ্যোগে কলারোয়ায় শীতবস্ত্র বিতারণ
সাতক্ষীরা জেলা মানবতার সেবার উদ্যোগে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ওই কম্বল বিতরণ করা হয়।
আর্ত মানবতার সেবাই সবসময় মানুষের পাশে দাঁড়ানো এ প্রতিষ্ঠানটির পরিচালক জেলা আইনজীবী সমিতির সভাপতি ও অ্যাড. এম শাহআলম অস্বচ্ছল, অসহায় দরিদ্র মানুষের জন্য ছুটির দিনে ফি ছাড়া আইনি সেবা দিয়ে যাচ্ছেন। তিনি প্রতি সপ্তাহে কলারোয়া ও দেবহাটা উপজেলা গরীব মানুষের আইনি পরামর্শ দিয়ে থাকেন।
অ্যাড. এম শাহ আলম মানবতার কল্যানে কাজ করেন। হঠাৎ অসুস্থতাজনিত কারণে তিনি কলারোয়াতে আসতে পারেননি তাই সবার কাছে দোয়া চেয়েছেন। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠন এর সদস্য অ্যাডঃ কাজী আব্দুল্যাহ আল হাবিব , ক.পা.ই সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি ও প্রেসক্লাবের সাংগঠনিক আসাদুজ্জামান আসাদ, নিয়াজ খান প্রমুখ।
Please follow and like us: