শ্যামনগরে মৎস্যঘেরে বৃহৎ আকৃতির কাঁকড়া, ইউএনও’র কাছে হস্তান্তর
শ্যামনগরে সাংবাদিক শেখ আফজালুর রহমানের জমিতে চিংড়ী চাষী মহাসিন হুদা অলিভিসিয়া প্রজাতির বিরল ২ কেজি ১শত গ্রাম ওজনের একটি বৃহৎ কাঁকড়া পেয়েছেন। আজ ২৬ ডিসেম্বর সকাল ৬টার দিকে রমজাননগর সোরা গ্রামে মৎস্য ঘেরীতে এ কাঁকড়াটি পাওয়া যায়। এ বৃহৎ কাঁকড়াটি পাওয়ার সংবাদে এলাকার উৎসুক জনতা ভিড় জমায়।
পরে কাঁকড়াটি সুন্দরবন সংলগ্ন আকাশলীনা ফিস মিউজিয়াম সংরক্ষণের জন্য সাংবাদিক ইঞ্জিনিয়ার শেখ আফজালুর রহমান ও মহাসিন হুদার মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, সাংবাদিক মোস্তফা কামাল প্রমুখ। কাঁকড়াটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।