শ্যামনগরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম আতাউল হক দোলন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা, প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ সুমন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, অফিসারবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। একই স্থানে উপজেলা আইন শৃঙ্খলা মিটিং ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
Please follow and like us: