দেবহাটায় জেলা পরিষদ সদস্য আলফা’র চাদর বিতরণ
দেবহাটার পাচটি ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আল ফেরদাউস আলফা’র উদ্যোগে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দেবহাটার পাচটি ইউনিয়নে একযোগে ইউনিয়ন প্রতি ২৪০ জন করে শীতার্ত অসহায় মানুষের মাঝে সহ্র রাধিক চাদর বিতরণ করা হয়।
এছাড়াও পারুলিয়ার সাপমারা খাল সহ যেসকল স্থানে খাল খনন চলমান থাকায় উচ্ছেদ অভিযানে মানুষ ঘরবাড়ি সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবন যাপন করছে সেসকল এলাকা গুলোতে অতিরিক্ত ৫শ করে চাঁদর বিতরণ করা হয়েছে। বেলা সাড়ে ১১ টায় দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদের চাদর বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। এসময় সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুবলীগ নেতা ফরহাদ হোসেন হিরা সহ সখিপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।