জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা র্যালি
সাতক্ষীরা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা র্যালি বের করা হয়। ধর্ম যার যার রাষ্ট্র সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আগামী ২৮ ডিসেম্বর জেলা মন্দিরে সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে একটি বিশাল শুভেচ্ছা র্যালি গতকাল বিকাল ৪টায় শহিদ রাজ্জাক পার্ক থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পোষ্ট অফিস মোড়ে এসে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক ইন্দ্রজিৎ কুমার সাধু, যুগ্ম আহবায়ক রেভা: থিয়ফিল গাজী, পলাশ দাশ, কানাই দে, শ্যামল বিশ্বাস, রেভা: প্রদ্যুৎ সরকার, সদস্য সচিব রনজিত ঘোষ, সদর উপজেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক বিকাশ ঘোষ, সদস্য সচিব প্রশান্ত অধিকারী, সাতক্ষীরা পৌর যুব ঐক্য পরিষদের আহবায়ক কমল বিশ্বাস, সদস্য সচিব যোসেফ সরকার। ছাত্র ঐক্য পরিষদের জেলা শাখার আহবায়ক সুজন বিশ্বাস, সদস্য সচিব প্রনব সরকার সহ যুব ও ছাত্র ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।