নলতা কে.বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলে নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম উদ্বোধন
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার ঐতিহ্যবাহী কে.বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলে ২৫ ডিসেম্বর বুধবার সকাল ৯ টায় ২০২০ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুলের দাতা সদস্য ও নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌঃ আনছার উদ্দীন আহমদ।
অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ এনামুল হক, মিশন সদস্য আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ আবুল হোসেন পাড়, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তহিরুজ্জামান, মোঃ রেজাউল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীকুমার বসাক সহ শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, আলহাজ্জ হাফেজ মোঃ শামসুল হুদা।