কলারোয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বড়দিন উদযাপন
কলারোয়ায় প্রার্থনা ও কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান যীশু খ্রিষ্টের জন্মদিন উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে উৎসবমুখর পরিবেশে কলারোয়ার কয়লার খ্রিষ্টান পাড়ায় প্রশান্ত মন্ডল পরিবারের ক্যাথলিকে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আলোক সজ্জায় সজ্জিত করা হয় ক্যাথলিক প্রাঙ্গণ। বিশেষ প্রার্থনা শেষে কেক কাটার পরপরই শিশু ও কিশোররা বাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠে। পরে রাত তিনটা পর্যন্ত কীর্তন অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন স্থানীয় খ্রিষ্টান ও হিন্দু ধর্মাবলম্বীরা।
উপস্থিত খ্রিষ্টর সম্প্রদায়ের সদস্যরা বড়দিন এর মাহাত্ম তুলে ধরে বলেন, যীশু শুধু খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য নয়, তিনি সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বড়দিন উপলক্ষে কলারোয়ার প্রতিটি গির্জায় গির্জায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে থানা পুলিশ। কয়লায় বড়দিন উৎযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুর রউফ, কেঁড়াগাছির শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়, উপজেলা খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি মি.প্রশান্ত মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা সন্তোষ পাল, কয়লার খৃীষ্টান পাড়ার প্রশান্ত মন্ডল পরিবারের সদস্য শিমন মন্ডল, শিলা মন্ডল, শিপ্রা মন্ডল, ছন্দা মন্ডল, বৃষ্টি মন্ডল, সেতু মন্ডল, ঝিলিক মন্ডল, স্নেহা মন্ডল প্রমুখ।
এদিকে কলারোয়া উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি মি.প্রশান্ত মন্ডল জানান-প্রতিটি গীর্জাকেই এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে। এছাড়া বিশেষ ভোজে লিপ্ত থাকা, শুভেচ্ছা বিনিময়, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে উপহার বিনিময়সহ নানা কর্মের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়। কলারোয়া উপজেলার একাধিক স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাড়ম্বরে বড়দিন পালিত হওয়ার খবর পাওয়া গেছে।