সাতক্ষীরায় ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের ম্যাক্স নিউট্রিওয়াশ প্রজেক্টের আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশীষ সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সদর হাসপাতালের ডাঃ নাজমুন নাহার, এসকেএস ফাউন্ডেশনের সহকারী পরিচালক পলাশ কুন্ড, এসকেএস ফাউন্ডেশনের বেবী ওয়াশ প্রকল্পের হেলথ প্রমোটর জোসনা বেগম প্রমুখ। বক্তারা এ সময় নারীদের ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় জেলা পর্যায়ে অংশগ্রহন মূলক অর্থায়ন ও পরিকল্পনা বিষয়ে সুশিল সমাজ ও স্থানীয় সরকার স্বাস্থ্য শিক্ষা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে বিভিন্ন বিধ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।