সাতক্ষীরায়“আমরা বাল্য বিবাহ করব না”শীর্ষক অনলাইন ক্যাম্পেইন বিষয়ের উপর শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
“আমরা বাল্য বিবাহ করবনা” শীর্ষক অনলাইন ক্যাম্পেইন বিষয়ের উপর শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্যা সাইলেন্স ও সেভ দ্যা চিলড্রেন এর আয়োজনে মঙ্গলবার বিকালে সদর উপজেলা ডিজিটাল কর্নারে এ শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়।
ব্রেকিং দ্যা সাইলেন্স এর সাতক্ষীরা অফিস ইনচার্জ শরিফুল ইসলামের সভাপতিত্বে শেয়ারিং মিটিং এ প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রানালয় সাতক্ষীরার উপ-পরিচালক হুসাইন শওকত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, সাতক্ষীরা সদর উপজেলার ১৫ থেকে ২৫ বছর বয়সী কিশোর কিশোরীরা ইতিমধ্যে “আমরা বাল্য বিবাহ করব না” মর্মে অনলাইন ক্যাম্পেইন ফেসবুক পেইজে ৫হাজার গুগল ফরম পূরণ করেছে। যা বাল্য বিবাহ প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান বক্তারা। তারা এ সময় যার যার অবস্থান থেকে বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করার আহবান জানান। উক্ত শেয়ারিং মিটিং এ সাংবাদিক, সরকারি কর্মকর্তা, এনজিও, কিশোর কিশোরী ও সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।