দেবহাটায় মিড নাইট সানের উদ্যোগে দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান
দেবহাটায় অসহায় ও সুবিধা বঞ্চিত কল্যানে পরিচালিত সংগঠন মিড নাইট সান এর উদ্যোগে দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টা থেকে দেবহাটার সখিপুর ধোপাডাঙ্গাস্থ মিড নাইট সানের কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসহায়, দারিদ্র শতাধিক রোগীদের দিনভর বিনামুল্যে পরীক্ষা নীরিক্ষা সহ চিকিৎসা সেবা প্রদান করেন সুইডেনের প্রতিষ্ঠিত চিকিৎসক নাবিদ খান ও উপল খান।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার একমাত্র জীবিত স্বাক্ষী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খান, মিড নাইট সানের সভাপতি সুইডেনের বিশিষ্ট ব্যবসায়ী নাজিবুল ইসলাম খান, সংগঠনটির সাধারণ সম্পাদক সুইডেনে রাজধানী ষ্টকহোমে কর্মরত প্রবীন ও প্রতিবন্ধী উন্নয়ন ইউনিটের সহকারী ব্যবস্থাপক শাহনাজ খান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, দেবহাটার বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, সাইফুজ্জামান প্রিন্স সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দেবহাটার অবহেলিত অসহায় মানুষের কল্যাণে প্রতিষ্ঠা লগ্ন থেকে নানাবিধ উন্নয়নমুলক কর্মকান্ড পরিচালনা করে আসছে মিড নাইট সান নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি।