দেবহাটায় কৃষকদের থেকে ধান সংগ্রহের উদ্বোধন করলেন ইউএনও
দেবহাটায় কৃষকদের থেকে সরাসরি ২০১৯-২০২০ মৌসুমের জন্য সরকারী ভাবে আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় পারুলিয়া খাদ্য গুদামে সরকারীভাবে উপজেলার কৃষকদের থেকে সরাসরি ন্যায্য মুল্যে আমন ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব প্রসাদ দাশ, উপ সহকারী খাদ্য পরিদর্শক আবুল কালাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আমন ধান সংগ্রহের উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন বলেন, এবছর কৃষকরা হয়রানী ছাড়াই ন্যায্য মুল্যে সরকারের কাছে আমন ধান বিক্রয় করতে পারবেন। কোন দালাল সিন্ডিকেট ধান সংগ্রহ কার্যক্রমকে বাধাগ্রস্থ করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। পাশাপাশি দালালদের খপ্পরে না পড়তে এবং দালালদের কাছে কৃষি কার্ড বিক্রি না করার জন্যও কৃষকদের প্রতি আহ্বান জানান ইউএনও।
উল্লেখ্য, আগামী রোববার কুলিয়া ইউনিয়ন, সোমবার পারুলিয়া ইউনিয়ন, মঙ্গলবার সখিপুর ইউনিয়ন, বুধবার নওয়াপাড়া ইউনিয়ন ও বৃহষ্পতিবার দেবহাটা সদর ইউনিয়নের কৃষকরা প্রত্যেকে ১ মেঃ টন করে ধান সরাসরি খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন। চলতি মৌসুমে লটারীর মাধ্যমে নির্ধারিত উপজেলার মোট ৮৫৭ জন কৃষক তাদের চাষাবাদকৃত আমন ধান সরবরাহ করতে পারবে।