তালায় শিশু ভর্তি বিষয়ক সমাজ উদ্ভুদ্ধকরণে উঠান বৈঠক অনুষ্ঠিত
তালায় মঙ্গলবার(২৪ ডিসেম্বর) খলিলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম এর উদ্যেগে “শিশু ভর্তি” বিষয়ক সমাজ উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
খলিলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি সরদার আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান। শিক্ষক আবুল কাশেম এর সার্বিক ব্যবস্থাপনায় ও পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক তাসলিমা আক্তার, পিটিএ এর সভাপতি আসমা খাতুন, এসএমসির সহ-সভাপতি সন্ধ্যা রাণী সরদার, এসএমসির সদস্য গোলদার মিজানুর রহমানসহ ক্যাসমেন্ট এরিয়ার ৪৫জন অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫+এর বয়েসের সকল শিশুদের স্কুলে ভর্তি করাতে উদ্ভুদ্ধকরণসহ ক্যাসমেন্ট এরিয়ার বাহিরে কোন শিক্ষার্থীকে ভর্তি করানো যাবে না মর্মে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য যে, ২০১৯ সালে শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ে নিকটবর্তী ক্যাসমেন্ট এরিয়ার বাহিরে কোন শিক্ষার্থীকে ভর্তি করানো যাবে না মর্মে একটি আদেশ জারী করা হয়। এরই ধারাবাহিকতায় খলিলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাসমেন্ট এরিয়ার অভিভাবকদের নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।