শ্যামনগরে এক জালেই ৬ লাখ টাকার মাছ ধরলেন মঞ্জু
সাতক্ষীরার শ্যামনগরের হরিনগর গ্রামের জেলে মঞ্জু গাজী। তার এক জালেই আটকা পড়েছে ১২১টি ‘মেইদ’ মাছ। সেই মাছ বিক্রি করে একদিনেই পেয়েছেন প্রায় ছয় লাখ টাকা।
রোববার বিকালে সুন্দরবনে নদীতে এই মাছ ধরা পড়ে। সুন্দরবনের নদীতে থাকা স্থানীয়ভাবে পরিচিত ‘মেইদ’ সবচেয়ে মূল্যবান প্রজাতির একটি মাছ।
মঞ্জু গাজী জানান, বন বিভাগের অনুমতি নিয়ে দিন দুয়েক আগে বনের মালঞ্চ নদীতে দুটি জাল ফেলি। রোববার বিকেলে একটি জাল পানিতে নিখোঁজ হয়ে যায়। অপর একটি জাল তুলে এই মাছ দেখতে পাই।
জানা গেছে, শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউপির হরিনগর বাজারে পাইকারি ক্রেতাদের কাছে ১২১টি ‘মেইদ’ মাছ বিক্রি করে মঞ্জু গাজী। এতে সব মিলিয়ে পাঁচ লাখ ৭০ হাজার টাকা পান।
তিনি বলেন, অনেকটা কাইন আকৃতির এই মাছ অত্যন্ত সুস্বাদু। সচরাচর জালে এগুলো ধরা পড়ে না। বড়শি দিয়েই ধরতে হয় এ মাছ।
Please follow and like us: