বিপিএলসহ আজ টিভিতে যত খেলা
একদিনের বিরতি শেষে আজ আবারো মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি ঢাকা প্লাটুন ও কুমিল্লা ওয়ারিয়র্স। আর সন্ধ্যায় মুখোমুখি খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস।
এদিকে ১০ বছর পর পাকিস্তানে টেস্ট ক্রিকেটের প্রত্যাবর্তন হয়েছে। শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিক পাকিস্তান। বিগ ব্যাশে মুখোমুখি অ্যাডিলেড স্ট্রাইকার্স-পার্থ স্কর্চার্স। একনজরে দেখে নিন বিপিএলসহ সব খেলার টিভিসূচি:
ক্রিকেট
বঙ্গবন্ধু বিপিএল
কুমিল্লা ওয়ারিয়র্স-ঢাকা প্লাটুন
সরাসরি, দুপুর ১-৩০ মিনিট;
গাজী টিভি ও মাছরাঙা।
খুলনা টাইগার্স-রাজশাহী রয়্যালস
সরাসরি, সন্ধ্যা ৬-৩০ মিনিট;
গাজী টিভি ও মাছরাঙা।
পাকিস্তান-শ্রীলংকা
দ্বিতীয় টেস্ট, পঞ্চম দিন
সরাসরি, সকাল ১১টা;
সনি ইএসপিএন।
বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগ
অ্যাডিলেড স্ট্রাইকার্স-পার্থ স্কর্চার্স
সরাসরি, দুপুর ২-১০ মিনিট;
সনি সিক্স।