মেয়ে হাসপাতালে শুনে গুরুতর অসুস্থ এটিএম শামসুজ্জামান
গুরুতর অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান। গত বৃহস্পতিবার হঠাৎ করেই অন সাইড অব ভাইরাস অ্যাটাক করে তাকে। বাম চোখে ও কপালে দেখা যায় এই ভাইরাসের লক্ষণ।
এরপর ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকে। বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন এটিএম শামসুজ্জামানের মেজো মেয়ে কোয়েল।
কোয়েল বলেন, ‘আমার বড় বোন কস্তুরি স্ট্রোক করেছেন। শুক্রবার রাতে তাকে নিয়ে হাসপাতালে ছিলাম। সকালে বাড়িতে ফিরে দেখি বাবা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন। চলাফেরা করতে পারছেন না। কথা বলতে পারছেন না। দ্রুত দুপুরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়। সেখানকার মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক আতিকুর রহমানের পরামর্শে নিউরোমেডিসিন বিভাগের অধীনে ভর্তি করা হয় বাবাকে।’
জানা গেছে, বর্তমানে তিনি নিউরোমেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রফিকুল ইসলামের অধীনে ভর্তি আছেন।
এ বছরের ২৬ এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন এটিএম শামসুজ্জামান। টানা ৫০ দিন এই হাসপাতালে চিকিৎসা শেষে গত ১৫ জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। সুস্থ হয়ে বাড়িতেও ফেরেন তিনি।
গত ২৫ নভেম্বর আবারও এটিএম শামসুজ্জামানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। সুস্থ হয়ে গত ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ‘আজীবন সম্মাননা’ পুরস্কার গ্রহণ করেছেন তিনি। আবারও অসুস্থ হয়ে হাসপাতালে তিনি। এ টি এম শামসুজ্জামানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।