মুন্সীগঞ্জে সিদ্দিক নামের এক ব্যক্তি এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকায় থানায় অভিযোগ
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ উত্তর কদমতলা জুম্মান গাজীর ছেলে সিদ্দিক গাজী (৩৬) গত ১৪ তারিখে তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। নিখোঁজের বিষয়টি নিয়ে তার ছোট ভাই ইকবাল হোসেন বাদী হয়ে। ২১তারিখ শনিবার সন্ধ্যায় দুইজনের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন, অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত শরিফ মোল্লা ও মিলন হোসেন নিখোঁজের কয়েক দিন আগে থেকে মুন্সিগঞ্জ ইকোপার্ক একবারে বরসা পার্কের শুটিং করাবে বলে ফুসলাতে থাকে।
গত ১৪ তারিখ সন্ধ্যায় আনুমানিক ৫.১৫ সময় শরিফ ও মিলন মোটরসাইকেল-যোগে আমাদের বাড়ির সামনে রাস্তার উপর আসিয়া আমার ভাই সিদ্দিক এর নাম ধরে ডাকাডাকি করতে থাকে তখন সিদ্দিক বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে অভিযুক্ত মিলন ও শরীফ মোটরসাইকেল উঠিয়ে নিয়ে আসার পর থেকে আর কোন খোঁজ পাওয়া যায় নাই। অনেক খোঁজাখুঁজির পরেও আমরা তার সন্ধান মিলাতে পারিনি বিষয়টি নিয়ে শ্যামনগর থানায় একটি অভিযোগ করেছি।
এ বিষয়ে অভিযুক্ত মিলন ও শরিফ মোল্লার সাথে মোবাইল ফোনে কথা হলে তারা বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা আমাদের সিদ্দিকীর সাথে কোন কথা হয়নি আর আমরা তাকে মোটরসাইকেল করে কোথাও নিয়ে যায়নি। তার পরিবারের দাবি আইন প্রক্রিয়ার মাধ্যমে ভাইকে খুঁজে পাওয়ার জোর দাবি জানান।