টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বিদ্যালয়ের কল্যাণ তহবিল থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০টায় ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, আলোচনা সভা ও পরবর্তীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিল্পপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও কল্যাণ তহবিলের আহবায়ক মো. সলিমুল্ল্যাহ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব আবুল ফজল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, প্রাক্তন ছাত্র এ্যডভোকেট অহিদুজ্জামান বাচ্চু, প্রাক্তন ছাত্রী মমতাজ বেগম, শিক্ষক আমিরুল ইসলাম, প্রাক্তন শিক্ষক মৌলবি আব্দুল গফফার ও আব্দুল গফুর। আলোচনা সভা শেষে বিদ্যালয়ে কল্যাণ তহবিলে থাকা ৫ লক্ষ টাকার লভ্যাংশ থেকে ৩১ জন দরিদ্র ছাত্র ছাত্রীদের মধ্যে ৮ শত টাকা করে বৃত্তি প্রদান এবং ৭জন মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষার ফি বাবদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।