দেবহাটা প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ
চলমান তীব্র শৈতপ্রবাহে নাকাল দেবহাটার দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে উষ্ণ সহায়তা হিসেবে শীতবস্ত্র বিতরণ করেছেন দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। শনিবার সকাল ১০ টায় সখিপুর লাইট হাউজ মার্কেটস্থ দেবহাটা প্রেসক্লাবের নিউজ এন্ড মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক ভাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়।
শীতবস্ত্র বিতরণকালে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সহ-সভাপতি রশীদুল আলম রশীদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল্যাহ আল মাসুদ, সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক ডাঃ অহিদুজ্জামান, কার্যনির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক কবির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আফসার হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ শাহিন আলম, কার্যনির্বাহী সদস্য ইব্রাহিম খলিল, অনুপ কুমার, আলমগীর কবির, সাদিকুজ্জামান সোহাগ,মঞ্জুরুল কবির সহ সকল গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।