ডুমুরিয়ায় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা- ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
ডুমুরিয়ায় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত।শনিবার সকাল ১০ টায় ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা, স্মৃতিসৌধ চত্বরে ২দিন ব্যাপী আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রোগ্রাম ম্যানেজার সফল প্রকল্প সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এর মোসাঃ সুরাইয়া খাতুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা,উপজেলা শোভনা ইউনিয়নের চেয়ারম্যান রঞ্জিত বন্য,প্রকল্প ব্যবস্থাপক সফল প্রকল্প উত্তরণমোঃ ইকবাল হোসেন,প্রোগ্রাম অফিসার মোঃ তৈয়বুর রহমান,নুরে আলম,চৌধুরী আবুল কালাম,ডুমুরিয়া শাখার ম্যানেজার মিতা রহমান,চৌধুরী রাজিব,সুমন কুমার চাকী,সালাউদ্দিন বাবু,অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত সেলিম গাজী ও গীতা পাঠ করেন লিপু মল্লিক প্রমুখ।
খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিষয়ক সর্বোমোট ২২ টি স্টল দেওয়া হয়েছে।স্টল গুলো ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান পরিদর্শন করেন ও সর্বোস্তরের মানুষ উপভোগ করছেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে।বর্তমানে বাংলাদেশে খাদ্যের কোন ঘাটতি নেই ।
Please follow and like us: