মুন্সীগঞ্জে সন্দেহ ভেবে ৬৫ বছর বয়সী অসুস্থ বৃদ্ধাকে মারপিট থানায় অভিযোগ
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ধানখালী গ্রামের আবুল বাশার গাজী( ৬৫) কে ছাগল মারার অপরাধে সন্দেহ ভেবে পেটালেন পিতাসহ দুই ভাই। মারপিটের ঘটনাকে কেন্দ্র করে বাসার গাজী বাদী হয়ে শ্যামনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার সিদ্দিক গাজী ও তার দুই ছেলে সবুর গাজী আলম গাজী তাদের নিজেও বাড়িতে ডেকে নিয়ে। আবুল বাশার বিষয়টি নিয়ে তাদের সাথে তর্কবিতর্কের এক পর্যায়ে আমাকে কে মেরে নেটের দড়ি দিয়ে বেঁধে রাখে।
এ বিষয়ে সিদ্দিক গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ছাগল পিটিয়ে পা ভেঙে দিয়েছে বলে আমি তাকে মেরেছি।
এ বিষয়ে শ্যামনগর থানা অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের বিষয়টি শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদার কাছে জানতে চাইলে বলেন, তদন্তের মাধ্যমে গুরুত্ব সহকারে দেখা হবেন। মিথ্যা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে এলোপাতাড়িভাবে চড় কিল ঘুষি লাথি মারায় তিনি মারাত্মক অসুস্থ হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। কিছুদিন পূর্বে এমন ঘটনার জন্য শ্যামনগর থানা পুলিশ আলম ও সবুর কে আইনি হেফাজতে নিয়েছিল।
অসুস্থ ব্যক্তিকে মারধর করায় স্থানীয় লোকজন আইনের মাধ্যমে সঠিক বিচার দাবি করেন।