ভারতের নাগরিকত্ব আইন: ভাইরাল নুসরাতের টুইট
ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন পাস হওয়ার সঙ্গে সঙ্গে দেশটিতে প্রবল বিরোধিতার সৃষ্টি হয়েছে। টালিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান থেকে শুরু করে ভারতের অনেকই এর বিরোধিতা করেছেন।
তারই ধারাবাহিকতায় এবার আইনটির বিরোধীতা করে একটি টুইট করেছেন অভিনেত্রী নুসরাত জাহান। এরই মধ্যে সেই টুইট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
টুইটারে নায়িকা নুসরাত লেখেন, লোকসভায় নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধিতা করে ভোট দেয়ার পরে আমি এনআরসির বিরুদ্ধে আমাদের নেতার (মমতা) সঙ্গে রাস্তায় শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিয়েছি। আমি চাই, সবাই শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ করুক। জনসাধারণের কাছে আমার অনুরোধ, আপনারা এর বিরোধিতা করুন, তবে আইন নিজেদের হাতে তুলে নেবেন না।
এদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ও নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধিতা করছেন। বেশ কিছুদিন ধরে রাস্তায় থেকে প্রতিবাদ মিছিল করছেন মমতা।