বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ভালেরি গেরাসিমভ। বিভিন্ন দেশে নিয়োজিত রুশ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার এ বিষয় নিয়ে আলোচনার জন্য দেশটির রাজধানী মস্কোতে বিভিন্ন দেশে নিয়োজিত রুশ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ভালেরি গেরাসিমভ। ওই বৈঠকে তিনি বলেন, ন্যাটো বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।
জেনারেল ভালেরি গেরাসিমভ বলেন, বড় ধরনের যুদ্ধের পরিকল্পনা মাথায় রেখে সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে ন্যাটো। বাল্টিক দেশগুলো, পোল্যান্ড ও কৃষ্ণ সাগর অঞ্চলে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম মজুদ করছে তারা। একই সঙ্গে অনেক সেনা মোতায়েন করা হচ্ছে।
তিনি আরো বলেন, এই পরিস্থিতি সামনে রেখে হাত গুটিয়ে বসে নেই মস্কো। আমরা এরই মধ্যে এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করেছি যেগুলো যে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানতে সক্ষম। এ রকমই একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হলো কিনজাল।
রাশিয়ার শীর্ষ এই সামরিক কর্মকর্তা বলেন, যে কোনো ধরনের সংঘর্ষ শুরু হলে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এ জন্য কোনো পদক্ষেপ নেয়ার আগে ন্যাটোর এ বিষয়টি ভেবে দেখা উচিত।