ডুমুরিয়ায় বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা
বাল্য বিয়েকে না” বলি সুস্থ্য-সুন্দর জীবন গড়ি,শেখ হাসিনা’ র বার্তা নারী পুরুষ সমতা উপজেলার বাল্য বিবাহ প্রতিরোধে নিবন্ধনকৃত সকল বিবাহ রেজিষ্টার, পুরোহিত, সুশীল সমাজের প্রতিনিধি সহ এনজিও এবং সরকারি কর্মকর্তাদের অংশ গ্রহণে এক মতবিনিময় সভা বৃহস্পাতিবার সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম।
এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফিরোজ আহমেদ, ওসি অপারেশন আকরাম হোসেন, চেয়ারম্যান শেখ দিদার হোসেন দিদার,সাংবাদিক জি এম আব্দুস সালাম, কাজী আব্দুল্লাহ, শেখ মাহতাব হোসেন, শেখ সিরাজুল ইসলাম,আশরাফুল আলম, সাব্বির খান ডালিম, ফরিদুল ইসলাম,বিবাহ রেজিষ্টার গোলাম মোস্তফা, দেলোয়ার হোসেন, আতিয়ার রহমান, জিয়াউল হক, বাল্য বিবাহ আলোচক, মুজিবুর রহমান, হিন্দু রেজিষ্ট্রার রত্না সরকার, পরিমল মুখার্জি,শিক্ষক শহিদুল ইসলাম মোড়ল, মাসুদ ব্র্যাক কর্মি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমাজের সবার দায়িত্ব বাল্য বিবাহ প্রতিরোধে করা। এক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ না করার জন্য অনুরোধ জানান। আপনারা যেখানে বাল্য বিবাহ দেখবেন, সেখানে বিবাহ বন্ধ করে দিবেন। মেয়েদের ১৮ বছরের মধ্যে বিবাহ দেয়া কোন ভাবেই সম্ভব না। যদি আইনের লোক হয়ে। বাল্য বিবাহ প্রতিরোধ না করেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসময় বিবাহ রেজিস্ট্রার ও পুরোহিতদের , বাল্য বিবাহ না করানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়।
Please follow and like us: