কালিগঞ্জে কৃষকদের লবণ সহিষ্ণু আলুর বীজ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে ৩ দিন ব্যাপী লবণ সহিষ্ণু আলুর বীজ গ্রহণ কারী কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ১৭ থেকে ১৯ ডিসেম্বর ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ প্রদীপন এবং আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্রের বাস্তবায়নে ও র্জামান সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
প্রশিক্ষণে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুহুল আমিন, প্রজেক্ট অফিসার দূর্গাপদ সরকার, প্রশিক্ষণ সহায়ক ফরিদ। উপজেলা কৃষি অফিসার রুহুল আমিন এসময় তিনি বলেন, উপকূলীয় লবনাক্তক অঞ্চলে লবণ সহিষ্ণু আলুর বীজ বিতরণ এবং প্রশিক্ষণের ভূয়সী প্রশংসা করেন।
প্রদীপনের প্রজেক্ট অফিসার কৃষিবিদ দূর্গাপদ সরকার বলেন, সরকারি বেসরকারি সংস্তা গুলো যদি এমনি ভাবে টেকসইজাত সম্প্রসরনে ভূমিকা রাখে তাহলে কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন তরান্বিত হবে।