জ্বরের কবলে ঢাকা প্লাটুনের চার ক্রিকেটার
রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে বঙ্গবন্ধু বিপিএল শুরু করে মাশরাফী বিন মোর্ত্তজার ঢাকা প্লাটুন। তবে পরের দুই ম্যাচে দুর্দান্তভাবে ফিরে এসে তুলে নিয়েছে দুই জয়। যেটা নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টকে স্বস্তি বইয়ে এনে দিয়েছে। কিন্তু অন্য এক জায়গায় অস্বস্তিতে রয়েছে ঢাকা।
ঢাকা প্লাটুন শিবিরে চলছে জ্বরের হানা। টুর্নামেন্টে শুরু থেকে এখন পর্যন্ত ঢাকা প্লাটুনের ৪ ক্রিকেটার পড়েছেন জ্বরের কবলে। তার মধ্যে আছেন দলের এ+ ক্যাটাাগরির ড্যাশিং ওপেনার তামিম ইকবালও।
ঢাকার প্রথম ম্যাচে ‘ডাক’ মেরে শুন্য রানে আউটের শতক হাঁকান শহীদ আফ্রিদী। পরের ম্যাচেও তার ব্যাট জ্বলে ওঠেনি। এতে তার প্রতি নাখোশ হতে পারেন সমর্থকরা। তবে টুর্নামেন্টের শুরু থেকেই জ্বর নিয়ে খেলছেন। ঢাকার শিবিরে জ্বরের চক্র শুরু তার মাধ্যমেই।
এরপর জ্বর হানা দেয় ব্যাটসম্যান মুমিনুল হকের শরীরে। জ্বরের কারণে ঢাকা পর্বের তিন ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি।
মুমিনুলের পর জ্বর হয় তামিমের। এই জ্বরের কারণে তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়। তবে জ্বর কমে গেলে মঙ্গলবার তিনি বাসায় ফিরে আসেন।
ঢাকার শিবিরে জ্বর সর্বশেষ আঘাত হেনেছে তরুণ পেসার হাসান মাহমুদকে। এর ফলে তারও ছোটাছুটি বেড়েছে ডাক্তারের কাছে। দলের চার ক্রিকেটারের জ্বরে খানিকটা দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্টও।
জ্বরের হামলার মধ্যেই আজ চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে ঢাকা প্লাটুন। আজ জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে মাশরাফিবাহিনী।