‘আত্মহত্যা’ করতে চেয়েছিলেন সালমান খান!
বলিউড অভিনেতা সালমান খান। পর্দার তার উপস্থিতি মানেই কড়ো তালিতে মুখোর হয় চারিদিক। তবে যার উপস্থিতিতে দর্শক মাতে তার শরীরেই বাসা বেঁধেছিলো কঠিন রোগ।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এক অদ্ভুত যন্ত্রণায় মাঝে মাঝে তার নিজেরই পাগল লাগতো। একটা সময়ে এমন অবস্থা হয়েছিল তখন তার আত্মহত্যা করার ইচ্ছে হয়েছিল।
মাঝে মাঝেই তার কণ্ঠস্বরে একটা ফ্যাঁসফ্যাঁসে ভাব আছে। তবে তিনি যে ড্রাগ নেন সেকারণেও এমনটা হয় না বলে জানিয়েছেন বলিউডের এই ভাইজান।
ব্যপারটা হলো সালমান খান সুইসাইড ডিজিজেজ নামের এক অদ্ভুদ রোগে ভুগছিলেন। আর এ কারণ অনেকেই আত্মহত্যার দিকে ঝোঁকেন। এই রোগে আক্রান্তদের আত্মহত্যার হার সবথেকে বেশি বলেও জানিয়েছেন সালমান খান। এই রোগটির আসল নাম হল ট্রাইজেমিনাল নিউরালজিয়া।
তবে বর্তমানে এই রোগ থেকে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। আর এর কারণ সর্ম্পকে সালমান খান জানান, তিনি বিভিন্ন সময় বিভিন্ন কাউন্সিলারের কাছে গিয়েছেন এবং ওষুধ খেছেন।
এদিকে আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘দাবাং ৩’। এই সিনেমায় সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সোনাক্ষী সিনহা। অর্থাৎ, ‘দাবাং ৩’ তেও এবার পর্দার চুলবুল পান্ডের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে রাজ্জোকে।