শ্যামনগরে বিএনপির বিজয় র্যালিতে রাজাকারের সন্তান
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি’র বিজয় র্যালিতে রাজাকারের সন্তান থাকায় শহীদ মিনারে যেতে বাধা প্রদান করেছে আওয়ামীলীগ সমার্থকরা এমনই অভিযোগ উঠেছে । সোমবার ( ১৬ই ডিসেম্বর) ভোর থেকে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে নকিপুর বাজারে অবস্থিত রেজিস্ট্রি মসজিদের সামনে এসে হাজির হতে শুরু করে। সকাল ৭ টায় শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ এর নেতৃত্বে বিএনপির বিজয় র্যালি শহীদ মিনারের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে বাঁধা প্রদান করে আওয়ামীলীগ সমার্থকরা। বাঁধার সম্মুখে র্যালিটি শহীদ মিনারে না গিয়ে সেখান থেকে বিএনপির নেতা কর্মীরা ফিরে যায়।
বাঁধা প্রদানকারী আওয়ামীলীগ সমার্থকরা জানান, বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী সরকার অধিষ্ঠিত। বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন মহান স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাছাড়া গতকাল মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় থেকে রাজাকারদের নামের তালিকা প্রকাশের পরদিন
শ্যামনগরের আলোচিত রাজাকার গাবুরা ইউনিয়নের মৃত সোহরাব আলীর ছেলে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুল আলম ও বংশীপুর ইউনিয়নের শ্রীফোলকাঠি গ্ৰামের রাজাকার কমান্ডার হিসেবে এলাকায় পরিচিত মৃত মাষ্টার ইসরাফিল হোসেনের ছেলে আশেক এলাহি মুন্না র্যালিতে থাকায় বাঁধা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জানার জন্য গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম,ব্যবহৃত মোবাইল নাম্বারে কয়েকবার ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।আশেক এলাহি মুন্নার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, শহীদ মিনারে যেতে বাঁধা দেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।