বিজয় দিবসে টাইগারদের শুভেচ্ছা
আজ মহান বিজয় দিবস। বিজয় দিবসের ৪৮তম বার্ষিকীতে লাল-সবুজের ছোঁয়া ছড়িয়ে গেছে পুরো দেশব্যাপি। সর্বসাধারণ আজ শ্রদ্ধাভরে দিনটিকে পালন করছে। বাদ যায়নি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব-মুশফিকরা। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশের।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে সাকিব লিখেছেন, ‘মহান মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছিলাম ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের বিজয়। সেইদিনের অর্জিত সেই বিজয়ই আমাদের জন্য তৈরি করে দিয়েছে আরও অনেক বিজয়ের সম্ভাবনা। বিজয়ের ৪৯তম বছরে নতুন করে ঊজ্জীবিত হই সেই প্রথম বিজয়ের চেতনায়। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’
নিজের ফেসবুকে এক বার্তায় মুশফিকুর রহিম বলেন, ‘সবাইকে শুভ বিজয় দিবের শুভেচ্ছা!’ আমরা অনেকেই আমাদের নিজস্ব লাল-সবুজ পতাকার পিছনের গল্পটি জানি না এবং আমি এই বছরের বিজয়ের দিনে তা ভাগ করে নিতে চাই। লাল বৃত্তটি বাম দিকে সামান্য সরিয়ে স্থাপন করা হয়েছে যাতে এটি উড়ন্ত অবস্থায় কেন্দ্রিক দেখায়। এটি ১৯৭১ সালে বাংলার উদীয়মান সূর্য এবং আমাদের বীররা জাতির জন্য যে রক্ত দিয়েছিল তা উপস্থাপন করে। সবুজ বাংলাদেশের ভূমির উজ্জ্বলতার প্রকাশ করছে। আজ আমরা এই পতাকাটি গর্বের সাথে ধরে রেখেছি। ১৬ ডিসেম্বর- এমন একটি জয় যা আমাদের জন্য অনেক বিজয়ের দ্বার উন্মুক্ত করে। মুক্তিযোদ্ধাদের সালাম, আপনাদের কখনও ভোলা যাবে না।‘
দিনটির তাৎপর্য মনে করিয়ে দিয়ে নিজের ফেসবুকে বার্তা দিয়েছেন তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, ‘আজ অনেক সাহসী মানুষের ত্যাগের দিন। তাদের সংগ্রাম এবং সাহসিকতার কথা ভুলে যাওয়া যাবে না। শুভ বিজয় দিবস।’
বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘এ দেশ আমার গর্ব- এ বিজয় আমার প্রেরণা। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক মহান বিজয় দিবস । বিনম্র শ্রদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তানদের। যাদের আত্মত্যাগে পেয়েছি আমরা স্বাধীনতা।’
বাংলাদেশ জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার লিখেছেন, ‘যাদের রক্তে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলা তাদের তরে জানাই হাজারও সালাম বিনম্র শ্রদ্ধা।’