দেবহাটা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ
মহান বিজয় দিবসে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেবহাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭ টায় দেবহাটা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের নেতৃত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, তথ্য কর্মকর্তা শামছুন্নাহার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
Please follow and like us: