ডুমুরিয়ার খর্ণিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এজেন্ট ব্যাংক ফাতেমা এন্টার প্রাইজের শুভ উদ্বোধন
শুক্রবার বিকালে খর্ণিয়া বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এজেন্ট শাখা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ডুমুরিয়া শাখার ম্যানেজার জনাব সাদেক আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ খুলনা জেলা শাখার ম্যানেজার জনাব মাসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ৪ নং খর্নিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দিদার হোসেন দিদার, শেখ আসাদুজ্জামান, মাস্টার আব্দুল বারী,ফাতেমা খাতুন বুনাইয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন খর্নিয়া বাজার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল মোড়ল। প্রধান অতিথি বলেনমাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন প্রতিটি বাজারে একটি করে ব্যাংক প্রতিষ্ঠিত হোক এবং প্রত্যেক নাগরিক ব্যাংকে একটি করে একাউন্ট খুলুক। তারই আলোকে এলাকার মানুষের সার্বিক ব্যবসা-বাণিজ্য আর্থিক লেনদেন সহ সার্বিক উন্নতি ঘটবে বলে এলাকাবাসী মনে করে।অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খর্ণিয়া বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা বিল্লাল হোসেন। সমগ্র অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন এ এইচ এম তায়েফ।
Please follow and like us: